Sunday, June 2, 2013

মিথ্যাচার সম্পর্কে হাদিস

" যে ইচ্ছাকৃত ভাবে আমার নামে মিথ্যা হাদিস বর্ণনা করল, সে জাহান্নামে তাহার আবাস স্হল নির্ধারণ করে নিল "  --- সহীহ বুখারী

কর্মের গুরুত্ব সম্পর্কে হাদিস



হযরত আবু হুরাইরা (রা:) বর্ণনা করেন, রাসুলুল্লাহ (সা:) এরশাদ করেছেন যে, “আল্লাহ তা’আলা তোমাদের চেহারা ও দেহের প্রতি দৃষ্টিপাত করেন না; বরং তোমাদের অন্তর ও কর্মের প্রতি লক্ষ্য করেন”-
সহীহ মুসলিম, অধ্যায়-৩২, হাদীস ৬২২১

জীবন ও জীবিকায় ইসলাম

"যে ঈমান আনল এবং সৎ কাজ করল তার জন্য রয়েছে ক্ষমা ও সম্মানজনক জীবিকা"- আল-কোরআন ।