Thursday, September 26, 2013

ঘরে বসে আয় বা ফ্রিল্যান্সিং-২য় পর্ব

ফ্রিল্যান্সিং এর সম্ভাবনা এবং প্রয়োজনীয় বিষয়াদি ।

ফ্রিল্যান্সিং শুরুর আগে আমাদের একটি কথা মনে রাখতে হবে পৃথিবীতে অর্থ উপার্জনের চেয়ে আর কোন কষ্টের কাজ নেই তাই তরিঘরি করে নেমে পরলেই হবে না এর জন্য নিতে হবে কিছু নির্দিষ্ট প্রস্তুতি আমি পথে দীর্ঘ দিন পথ চলার পর অবশেষে খুজে পেয়েছি সহজ রাস্তা সেই অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে সেয়ার করতে ব্লগ সাইটের আশ্রয় নিয়েছি তবে, জানতাম না লেখালেখির কাজটা এতো কঠিন, তারপরও দায়িত্বের কারণেই লিখছি এতো কিছুর পরও আমি সার্থক হবো যদি আপনারা আমার পোষ্ট বা লেখালেখি গুলো নিয়মিত পড়েন

Tuesday, September 24, 2013

সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (এসইও)- ১ম পর্ব


সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (এসইও) কী ?

সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (Search Engine Optimization) কে ইংরেজীতে সংক্ষেপে SEO বলে এসইও (SEO) এমন একটা পদ্বতি যার মাধ্যমে আপনি সার্চ ইঞ্জিন ব্যবহার করে আপনার সাইটকে সকলের কাছে বিনামূল্য পৌছে দিতে পারেন। মোট কথা যে প্রক্রিয়ার মাধ্যমে একটি ওয়েবসাইটকে সার্চ ইঞ্জিন উপযোগী করে তুলতে বা সার্চ ইঞ্জিনের তালিকায় প্রথম দিকে প্রদর্শিত হয় তাকেই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বলা হয়।

ঘরে বসে আয় (Out Sourcing) (১ম পর্ব)

ফ্রিল্যান্সিং কী ?

 ঘরে বসে স্বাধীনভাবে অনলাইনে কাজ করাকে ফ্রিল্যান্সিং বলে ।

বর্তমান বিশ্বে অনলাইন আউট সোসিং বা ফ্রিল্যান্সিং একটি জনপ্রিয় পেশা । আমাদের দেশেও তথ্যপ্রযুক্তির ভুবনে তরুনদের নিকট বহুল আলোচিত বিষয় হচ্ছে আউট সোসিং বা ফ্রিল্যান্সিং । যে কেউ লেখাপড়ার পাশাপাশি ফ্রিল্যান্সিং এ নিজেদের ক্যারিয়ার গড়তে পারেন ।

 ফ্রিল্যান্সিং এর উদ্দেশ্য:

উন্নত দেশগুলো তাদের সময় এবং খরচ বাঁচাতে ফ্রিল্যান্সিংবা আউট সোসিং করিয়ে থাকেন । তাই মুক্তবাজার অর্থনীতিতে আউট সোসিং একটি উপযুক্ত কৌশল ।

Sunday, June 2, 2013

মিথ্যাচার সম্পর্কে হাদিস

" যে ইচ্ছাকৃত ভাবে আমার নামে মিথ্যা হাদিস বর্ণনা করল, সে জাহান্নামে তাহার আবাস স্হল নির্ধারণ করে নিল "  --- সহীহ বুখারী

কর্মের গুরুত্ব সম্পর্কে হাদিস



হযরত আবু হুরাইরা (রা:) বর্ণনা করেন, রাসুলুল্লাহ (সা:) এরশাদ করেছেন যে, “আল্লাহ তা’আলা তোমাদের চেহারা ও দেহের প্রতি দৃষ্টিপাত করেন না; বরং তোমাদের অন্তর ও কর্মের প্রতি লক্ষ্য করেন”-
সহীহ মুসলিম, অধ্যায়-৩২, হাদীস ৬২২১

জীবন ও জীবিকায় ইসলাম

"যে ঈমান আনল এবং সৎ কাজ করল তার জন্য রয়েছে ক্ষমা ও সম্মানজনক জীবিকা"- আল-কোরআন ।

Thursday, May 30, 2013

মদিনা সনদ



মদিনা সনদের মূল ভাষ্য

ভূমিকা :
রাসূলুল্লাহ সা: ছিলেন অপ্রতিদ্বন্দ্বী সফল রাষ্ট্রনীতিবিদ। তিনি ছিলেন শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে অতুলনীয় অবিসংবাদিত নেতা। হিজরত করে মদিনা মুনাওয়ারা পদার্পণের পরপরই তিনি রাষ্ট্র পরিচালনার দায়িত্বভার গ্রহণ করেন। গোত্রীয় শাসনে অভ্যস্ত আরব গোত্রগুলোকে রাষ্ট্রের সুসভ্য নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য সর্বপ্রথম তিনি একটি শাসনতন্ত্র প্রণয়ন করেন। বিশ্বের রাষ্ট্রবিজ্ঞানের ইতিহাসে এটা ছিল সর্বপ্রথম লিখিত শাসনতন্ত্র যামদিনা সনদনামে পরিচিত