Tuesday, September 24, 2013

সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (এসইও)- ১ম পর্ব


সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (এসইও) কী ?

সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (Search Engine Optimization) কে ইংরেজীতে সংক্ষেপে SEO বলে এসইও (SEO) এমন একটা পদ্বতি যার মাধ্যমে আপনি সার্চ ইঞ্জিন ব্যবহার করে আপনার সাইটকে সকলের কাছে বিনামূল্য পৌছে দিতে পারেন। মোট কথা যে প্রক্রিয়ার মাধ্যমে একটি ওয়েবসাইটকে সার্চ ইঞ্জিন উপযোগী করে তুলতে বা সার্চ ইঞ্জিনের তালিকায় প্রথম দিকে প্রদর্শিত হয় তাকেই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বলা হয়।


উদাহরণের মাধ্যমে বুঝার চেষ্টা করা যাক, আমরা যারা ইন্টারনেট ব্যবহার করি তারা সকলেই প্রায় সার্চ ইঞ্জিন এর সাথে পরিচিত যেমন, google, yahoo, ask ইত্যাদি ।এদের মধ্যে google  জনপ্রিয় সার্চ ইঞ্জিন।আমরা যখন কোন কিছু সম্পর্কে জানতে চাই তখন আমরা সার্চ ইঞ্জিনে তা সার্চ করে থাকি। যেমন আপনি যদি বাংলাদেশের সকল খবরের কাগজের ওয়েব সাইটের লিংক চান তাহলে হয়তো গুগলে গিয়ে সার্চ বক্সে লিখবেন “Bangladesh newspaper links” এর পর সার্চ দিলে দেখবেন কিছুক্ষণ পর অনেক গুলো ওয়েব সাইটের লিংক আপনার সামনে এসে হাজির
এখন আপনি মনে মনে ভাবতে পারেন সাইট গুলোর লিংক কিভাবে এখানে এলো। গুগল কি সাইটগুলোকে বাছাই করেছে নাকি সাইটগুলোকে গুগলে সাবমিট এর জন্য আবেদন করেছে।উপরের দুটো ভাবনাই ঠিক।তবে আগে আবেদন তার পর বাছাই করা । আর সার্চ ইন্জিন অপটিমাইজেশন হল এই দুই এর সমন্বয়।অর্থাৎ সঠিক ভাবে সার্চ ইন্জিনে সাইট সাবমিট থেকে শুরু করে এর বাছাইকরণ করার সবই সার্চ ইন্জিন অপটিমাইজেশন।

সার্চ ইন্জিনে সাবমিট করা সকল সাইটকে গুগল একটা লিস্ট বা ফলাফল প্রকাশ করে। সার্চ ইন্জিন অপটিমাইজেশন এর প্রধান কাজ হলো এই তালিকায় প্রথম পেজে থাকা । আর সার্চ ইঞ্জিন একটি সাইটের জনপ্রিয়তা, প্রয়োজনীয়তা এবং গুরুত্বপূর্ণতা সহ সকল কোয়ালিটি বিবেচনা করে তা তালিকা প্রকাশ করে । আর এসইও হলো একটি সাইটের সার্চ ইন্জিনের জন্য কোয়ালিটি সম্পন্ন করে তোলা

No comments:

Post a Comment