Tuesday, September 24, 2013

ঘরে বসে আয় (Out Sourcing) (১ম পর্ব)

ফ্রিল্যান্সিং কী ?

 ঘরে বসে স্বাধীনভাবে অনলাইনে কাজ করাকে ফ্রিল্যান্সিং বলে ।

বর্তমান বিশ্বে অনলাইন আউট সোসিং বা ফ্রিল্যান্সিং একটি জনপ্রিয় পেশা । আমাদের দেশেও তথ্যপ্রযুক্তির ভুবনে তরুনদের নিকট বহুল আলোচিত বিষয় হচ্ছে আউট সোসিং বা ফ্রিল্যান্সিং । যে কেউ লেখাপড়ার পাশাপাশি ফ্রিল্যান্সিং এ নিজেদের ক্যারিয়ার গড়তে পারেন ।

 ফ্রিল্যান্সিং এর উদ্দেশ্য:

উন্নত দেশগুলো তাদের সময় এবং খরচ বাঁচাতে ফ্রিল্যান্সিংবা আউট সোসিং করিয়ে থাকেন । তাই মুক্তবাজার অর্থনীতিতে আউট সোসিং একটি উপযুক্ত কৌশল ।

আউট সোসিং এর কাজ সমূহ:

অনলাইনে যে সকল কাজ পাওয়া যায় তার মধ্যে উল্লেখ যোগ্য এবং সহজবোধ্য তা নিম্নে উল্লেখ করা হলো :
    • ওয়েব সাইট ডিজাইনিং এবং ডেভেলপমেন্ট ।
    • গ্রাফিক্স ডিজাইন ।
    • লোগো ডিজাইন ।
    • পিএইচাপি ।
    • জুমলা ।
    • আর্টিকেল রাইটিং ।
    • এসইও (সার্জ ইঞ্জিন অপটিমাইজেশন) ।
    • আর্টিকেল সাবমিশন ।
    • ফোরাম পোস্টিং ।
    • ডাইরেক্টরি সাবমিশন ।
    • বুক মার্কি ।
    • মাকেটিং ।
    • সোশ্যাল নেটওয়াকিং (ফেসবুক, টুইটার, গুগোল প্লাজ ও মাইস্পেস)।
    • ডাটা এন্ট্রি ।
    • ব্লগিং ইত্যাদি ।

 

আউট সোসিং এর যোগ্যতা :

উপরোল্লিখিত কাজ সমূহের উপর পূর্ণ দক্ষতা থাকতে হবে । এ দক্ষতা অর্জন করতে হলে এতদবিষয়ে লিখিত ব্লগ বা সাইট সমূহ নিয়মিত ভিজিট করে তা প্রাকটিস করতে হবে । এছাড়াও  ভালো কোন শিক্ষা প্রতিষ্ঠান বা ব্যক্তির নিকট হতে পূর্ণাঙ্গ জ্ঞান অর্জন করা যেতে পারে ।

আজ আর নয়, দেখা হবে শীঘ্রই ................


1 comment:

  1. কোন বিষয় সর্ম্পকে বুঝতে সমস্যা হলে বলবেন ।

    ReplyDelete